মিন্টু মোল্লা, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট (বালক) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট (বালিকা) এই দুটির ১ম খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় শিবালয় উপজেলার বালক এবং বালিকা দলকে হারিয়ে দৌলতপুর উপজেলা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে আজ সোমবার বিকাল ৩.০০ টার দিকে মানিকগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলার জেলা শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি ) শুক্লা সরকার, জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার মো.মোয়াজ্জেম হোসেন।
উক্ত খেলার শিবালয় উপজেলার বালক ও বালিকা দলকে দৌলতপুর উপজেলা বালক ও বালিকা দল ১-০ গোলে হারিয়ে বিজয় অর্জন করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
Posted ১২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
Desh24.news | Azad