বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা টেস্ট

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক:   |   রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট  

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

দিনভর মেঘ-বৃষ্টিতে মাঠে গড়িয়েও ফের বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

রোববার (৫ ডিসেম্বর) প্রথম সেশনে এক বলও মাঠে গড়ায়নি। লাঞ্চের পর শুরু হলেও আধা ঘণ্টার মাথায় ফের বৃষ্টি নামলে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। এরপর দীর্ঘ অপেক্ষার করেও দিনের বাকি অংশে আর খেলা সম্ভব হয়নি।


দ্বিতীয় দিনশেষে দুই উইকেটে স্কোরবোর্ডে ১৮৮ রান তুলেছে পাকিস্তান। আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা বাবর রোববার যোগ করেন ১১ রান। তিনি অপরাজিত আছেন ৭১ রানে। আরেক ব্যাটার আজহার আলী অপরাজিত আছেন ৫২ রানে।

এর আগে শনিবার (৪ ডিসেম্বর) প্রথমদিনের শেষ সেশনও মাঠে গড়ায়নি। বাগড়া দিয়েছে আলোস্বল্পতা।

রোববার লাঞ্চ বিরতি আধাঘন্টা এগিয়ে ১১টা ৩০ থেকে দেয়া হয়। ৪০ মিনিট পর অর্থাৎ ১২টা ১০ মিনিটে শেষ হয় লাঞ্চ বিরতি। এরপর আরো ৪০ মিনিট অপেক্ষা করে দুপুর ১২টা ৫০ মিনিটে মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান।

সেটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলা শুরু হওয়ার ৩০ মিনিটের মাথায় ফের বৃষ্টি শুরু হয়। ৬.২ ওভার দুই বল খেলা হওয়ার পর ফের ড্রেসিংরুমে ফিরতে হয় দুই দলকে। এ সময়ে স্কোরবোর্ডে ২৭ রান যোগ করে পাকিস্তান। এরপর লম্বা সময় অপেক্ষার পর বিকেল ৩টায় দ্বিতীয়দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

শনিবার ঢাকা টেস্টের প্রথম দিন আগে ব্যাট করতে নেমে দুই উইকেটে ১৬১ রান নিয়ে দিন শেষ করে পাকিস্তান। দিনশেষে অপরাজিত ছিলেন বাবর আজম ও আজহার আলী।

 

 

Facebook Comments Box

Posted ৪:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com