ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে বিএনপির পদযাত্রা কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির কর্মসূচি আয়োজন করেন। এছাড়াও উপজেলার অন্যান্য ইউনিয়নে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, গণতন্দ্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগের দাবীতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে এই পদযাত্রা কর্মসূচি, লিফলেট বিতরণের পর বিক্ষোভ সমাবেশে করছে দলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র জেলা বিএনপির সহ সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু।
এসময় বক্তব্য দেন বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি খন্দকার প্রিন্স, জেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মুফতি আজাহার, বালিয়াখোড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শফি উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মীর শরিফুল আলম টিটু, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মোঃ আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান মিরান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ উজ্জ্বল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ মামুন মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খন্দকার আশিক, সাধারণ সম্পাদক মোঃ তৌকির প্রমুখ।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad