ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৬ এপ্রিল ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়েছে একটি ‘সংরক্ষিত’ চেয়ার। বিশেষ মর্যাদার এ চেয়ার ওসির টেবিলের পাশে শোভা পাচ্ছে। গতকাল বুধবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান হোসেনকে বসিয়ে চেয়ারটি উদ্বোধন করা হয়। কোনো সেবা নিতে মুক্তিযোদ্ধারা থানায় গেলে নির্ধারিত এই চেয়ারে বসবেন। তবে একাধিক মুক্তিযোদ্ধা গেলে সিনিয়র হিসেবে এ চেয়ার ব্যবহারের সুযোগ পাবেন। ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান-পিপিএম(বার) স্যারের নির্দেশনায় মু্ক্তিযোদ্ধাদের সম্মানে এসব চেয়ার রাখা হয়। যাদের বীরত্বপূর্ণ অবদানের কারণে আজকের এই বাংলাদেশ, সেসব বীর সন্তানদের সম্মানার্থে এই ক্ষুদ্র প্রয়াস। বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, থানার ওসির কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের শেষ জীবনে পুলিশের এমন উদ্যোগ আমাদের আরও বেশি উৎফুল্লিত করেছে।
Posted ৯:২০ অপরাহ্ণ | বুধবার, ০৬ এপ্রিল ২০২২
Desh24.news | Azad
.
.