ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৬ এপ্রিল ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক,, মানিকগঞ্জ :
“উদ্ভিদবৈচিত্র্য রক্ষা করি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি” শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঢাকুলী গ্রামে অচাষকৃত উদ্ভিদের পাড়ামেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী গবেষণাধর্মী প্রতিষ্ঠান বারসিক অনুষ্ঠানটির আয়োজন করে। মেলায় গ্রামের ৩৫ জন নারী তাদের বাড়ির আশে-পাশে, পতিত জায়গায় আপন মনে বেড়ে উঠা বিভিন্ন ধরণের অচাষকৃত উদ্ভিদ প্রদর্শন করেন। ঢাকুলী গ্রামের কৃষাণী সীমা বেগমের সভাপতিত্বে অচাষকৃত উদ্ভিদের পাড়ামেলার বক্তব্য রাখেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, সংস্থার কর্মকর্তা রাশেদা আক্তার, কৃষাণী শাহানাজ বেগম প্রমুখ। মেলায় গ্রামীণ নারীরা যেসব গাছ প্রদর্শন করেন সেগুলো হচ্ছে-আগুনজ্বালা, জল পানা/কচুরী পানা, তামাকটুলী, সোনাতুলী, বউটুনী, গোড়া হেচি, ফুল হেচি, আগড়া, ঘাওপাতা, তেলাকুচ পাতা, ভাদাইল, মটমটি, চিনিগুড়া,কাঁটাখুরা, খসখসা ডুমরা, আদারী কচু, কেশুরজা, হাতিশুড়া, পাহাড়ী জঙ্গল,বিশজারণ, ঢেঁকিশাক, ছিটকী, জোহানী পাতা, তৈল কন্টু, শোল পাতা, ভেন্না,কানাইলা/কানিলা, পিপল, টেকা খারকুন, দুধ কচু, গুলাল পাতা, কল্পনাথ, বাশক,বাকশা, ভাটি, বিলাই এচড়া, ডেমি/গীমা, নুনকুটে, চুতরা, পাথরকুচি,দূর্ব্বা, চেরচেরী, গইচা, কৈটুরা, বৈথা, ওলটকম্বল, কালা কচু, কচুর লতি,নাকফুল, জগডুমড়া, করচা, দন্ডকোলস, বেরাটি, মরিচগাছ, টব বাগুন/তিত বেগুন,লাল মধু, শন, বিষকাটালী, হামা ঘাস, খেলনা কপি, সাদা ফুল, মাইক ফুল, কলমী,বড় কলমী, রূপি, ইচাঝুরি শাক, খেতা শাক, ছোবা ঘাস, খারকুন, পাট মাদারী,গন্ধফুল, বিন্না, তেতুলা পানা, ঝাল ফুল, হরহরি, নেটাপেটা শাক, জল হেচি। মেলায় ৩৫ জন নারী মোট ৭৮ জাতের বিভিন্ন ধরণের অচাষকৃত উদ্ভিদ প্রদর্শন করেন। সর্বোচ্চ ৫৬ ধরণের অচাষকৃত শাক, ঔষধী গাছ ও গো খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এমন গাছ প্রদর্শন করে ১ম স্থান অর্জন করেন আমেনা বেগম। মেলায় ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীসহ গাছ প্রদর্শনকৃত ৩৫ জন নারীকে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ এপ্রিল ২০২২
Desh24.news | Azad
.
.