ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক,ঘিওর মানিকগঞ্জ:
সফরসঙ্গীদের নিয়ে ঘিওরের সিংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন দূর্জয়। এসময় তিনি তাদের উৎসাহ দেন।
গতকাল বুধবার বিকেলে এলাকার কিশোররা মাঠে খেলা করছে। হঠাৎ হাজির সাবেক ক্রিকেট তারকা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক । নিজেও তাদের সাথে খেলায় অংশগ্রহণ করলেন। বল আর ব্যাটের শব্দে কাপালেন মাঠ। মারলেন চার- ছক্কা।
বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক বর্তমান মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপির কথা। সংসদ সদস্যের অংশগ্রহণে খুশি সবাই। করলেন শুভেচ্ছা বিনিময়, দিলেন উপদেশ।
এসময় এমপি দূর্জয় বলেন, লেখাপড়ার পাশাপাশি , মন স্বাস্থ্য ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই।
উল্লেখ্য: ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে আসেন তিনি ।
Posted ৮:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
Desh24.news | Azad