
ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ঘিওরে মসজিদুল আকসা পুনরুদ্ধার ও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনের সমর্থনে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৭ এপ্রিল ) সকালে ঘিওর উপজেলার তাওহীদি জনতার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি ঘিওর সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমাপ্ত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মুফতি মাহাম্মুদুল্লাহ বাবু, মুফতি আব্দুল্লাহসহ ঘিওর উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা।
বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, “আজ জাতিসংঘ নিরব, বিশ্ববাসী নিরব, অথচ মুসলিম উম্মাহর রক্ত ঝরছে। জাতিসংঘের নির্লিপ্ততার কারণে আমাদের উচিত মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করে আন্তর্জাতিক বিচারিক কাঠগড়ায় তাদের দাঁড় করানো।”
বক্তারা আরও বলেন, “আমরা হয়তো সরাসরি যুদ্ধ করতে পারবো না, তবে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করতে পারি। সেই সঙ্গে যারা ইসরায়েলকে মদদ দেয়, সেই আমেরিকা ও ভারতের পণ্যও বর্জন করতে হবে।
সমাবেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং আয়োজকরা ভবিষ্যতেও মুসলিম উম্মাহর অধিকার রক্ষায় সোচ্চার থাকার ঘোষণা দেন।
Posted ১:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
Desh24.news | Azad
.
.