স্পোর্টস ডেস্ক: | শনিবার, ০৭ আগস্ট ২০২১ | প্রিন্ট
এই উইকেট মারকাটারি ব্যাটিংয়ের নয়। মাহমুদউল্লাহ রিয়াদ সেটা বেশ বুঝতে পেরেছিলেন। তাই বলের চেয়ে বেশি রান তুলতে না চেয়ে দলকে এগিয়ে নেয়ায় মন দিয়েছিলেন টাইগার দলপতি।
যখন উইকেটে আসেন, ২ ওভার মাত্র পেরিয়েছে। ৩ রানের মধ্যে সাজঘরে দুই ওপেনার সৌম্য সরকার আর নাইম শেখ। সেখান থেকে প্রথমে সাকিব আল হাসান, পরে আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে দুটি জুটি গড়ে দলকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ।
তারপরও থামেননি। ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলেছেন। করেছেন ফিফটি। তার ৫৩ বলে ৪ বাউন্ডারিতে গড়া ৫২ রানের ইনিংসটিই দলকে ইতিহাসগড়া সিরিজজয়ের ভিত গড়ে দিয়েছে।
১২৭ রানের পুঁজি নিয়ে লড়াইটা বোলাররা করলেও বড় দায়িত্বটা পালন করেছেন মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ের পর নেতৃত্বেও। স্বভাবতই মিরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে তারই হাতে।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.