স্পোর্টস ডেস্ক: | সোমবার, ০৯ আগস্ট ২০২১ | প্রিন্ট
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। এই নিয়ে টানা তিন ম্যাচ টস জিতেলেন টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ।
সিরিজ নিশ্চিত হয়ে গেছে; তাই ম্যাচ জয়ের কোনো চাপ নেই। টাইগারদের জন্য আজকের ম্যাচটি উপভোগের এবং ভবিষ্যতের অনুপ্রেরণা নেওয়ার। কথায় বলে- ‘সব ভালো যার শেষ ভালোথ। এই মন্ত্রে উদ্বুগ্ধ হয়েই আজ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ খেলতে নামছে টিম টাইগার। লক্ষ্য ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের ট্রফিটা নিয়ে উল্লাস করা এবং আজ রাতে বিমানে অপেক্ষায় থাকা অজিদের আরও একবার হতাশা উপহার দেওয়া।
৪ ম্যাচ পর বাংলাদেশ দলে এসেছে পরিবর্তন। শামীম ও শরিফুলের জায়গায় দলে ফিরলেন সৈকত এবং সাইফুদ্দীন। দুই পরিবর্তন আছে অজি দলেও। অ্যান্ড্রু টাই ও হ্যাজলউডকে বিশ্রাম দিয়ে জাম্পা ও নাথান এলিসকে দলে নিলেন অস্ট্রেলিয়া।
বাংলাদেশ- মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ সাইফুদ্দীন, নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া- অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, মিচেল সোয়েপসন, এডাম জাম্পা, নাথান এলিস।
Posted ৬:০২ অপরাহ্ণ | সোমবার, ০৯ আগস্ট ২০২১
Desh24.news | Azad