আব্দুর রাজ্জাক ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধ | রবিবার, ০৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত নক আউট ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচে টাঙ্গাইলের বাদে-বেহালী স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটে পরাজিত করেছে মানিকগঞ্জের তেরশ্রী লিটল বয়েজ ক্লাব। টুর্নামেন্ট’টির পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা করেন, মানিকগন্ঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়।
চ্যাম্পিয়ন পুরষ্কার হিসেবে রেফ্রিজারেটর এবং রানারআপ পুরষ্কার ৩২” এলইডি টিভি দেয়া হয়। টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক লিটন মন্ডলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হামিদুর রহমান আলাই, আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম লেবু, ক্রীড়া সংস্থার সম্পাদক সালাউদ্দিন সজল, সাংবাদিক মজিবর রহমান, টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ইমদাদুল হক জাফর।
খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে নামকরা সব ক্রিকেটাদের মিলন মেলা ঘটে। ম্যাচের আম্পায়ারের দায়িত্বে ছিলেন নাঈম হোসেন এবং নাহিদ হোসেন। ধারাভাষ্য দিয়েছেন সোহাগ বাবু, আল মামুন,পারভেজ বেপারী। তেরশ্রী লিটল বয়েজে’র পেস বোলার কামাল টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কমল হোসেন। টুর্নামেন্ট সেরা পুরষ্কার পায় তারিকুল ইসলাম।
Posted ৭:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩
Desh24.news | Azad