সাকিব হাসান চৌধুরী সাম্য,গাইবান্ধা প্রতিনিধি | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা ধ্বংস বা গুড়িয়ে করার দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কর্মহীন হয়ে পড়া হাজারও শ্রমিক।
মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ব্যতীত নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার অপরাধে তিনটি ইটভাটা ধ্বংস করা হয় এবং ১০টি মামলায় ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এঅবস্থায় চলতি মৌসুমে ইটভাটায় শ্রমিকদের কর্মস্থানের সুযোগ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ইট ভাটায় কর্মরত শ্রমিকরা।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad