মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | রবিবার, ২৪ মার্চ ২০২৪ | প্রিন্ট
ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের সদস্য।
গতকাল শনিবার (২৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলার কাচারীপাড়া, আমবাগান, কদমতলা, পূর্ব টেংরী ঈদগাহ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শাকিল রহমানের ছেলে জোবায়ের রহমান (১৬), আব্দুর রহিমের ছেলে রোহান (১৫), মো. জাবেদ এর ছেলে আল আমিন (১৭), মৃত লিটন এর ছেলে বাপ্পি (১৫) মো. আনিস এর ছেলে রাকিব (১৬) মো. জাহাঙ্গীর এর ছেলে শিহাব (১৮), মুরাদ হোসেন এত ছেলে মেহেরাব হোসেন (১৭), হাসান আলীর ছেলে তাহসিন (১৬)।
র্যাব-১২ পাবনা সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এক প্রেসব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদস্যরা জানতে পারে ঈশ্বরদী উপজেলার স্টেশন রোড় এলাকায় কতিপয় কিশোর গ্যং গ্রুপের সদস্যরা জন সাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। এসব কার্যক্রম জানতে পেরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রত্যেকেই কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা মাদক সেবন সহ বিভিন্ন রাস্তাঘাটে গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই চাঁদাবাতি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল বলে স্বীকারোক্তি দেয়।
Posted ৬:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪
Desh24.news | Azad
.