আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ লাখ ষোল হাজার টাকা জরিমানা ও তিন জনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়ছে।
রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের বৈরাগীর চক ও কলিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন।
জেলা যুবলীগের প্রভাবশালী এক নেতার নেতৃত্বে মাটি বাণিজ্য করে আসছিলো একটি চক্র।
সহকারী কমিশনার এস.এম ফয়েজ উদ্দিন জানান, অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে ধামশ্বর ও কলিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ৭টি মামলা হয়েছে। চারটিতে ১লাখ ষোল হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর তিনটি ড্রাম ট্রাকের ড্রাইভারকে ১লাখ করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়ছে।
তিনি আরও বলেন, মাটি বাণিজ্যের কোন সুযোগ নেই। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৮:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.