আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেছেন, আমি যদি ঢাকা থেকে নির্বাচন করতাম পাবলিকের কাছে ভোট চাওয়া লাগতো না। কিন্তু তা করে আমি আমার জন্মভূমিকে ভালোবেসে প্রার্থী হয়েছি। তাই আমি এই আসনকে একটি স্মার্ট আসন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। চরাঞ্চলের মানুষের কথা ভেবে নদীর তীরবর্তী এলাকায় একটি পুলিশ ফাঁড়ি এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে আমার অর্থায়নে হাসপাতাল করে দিব। গতকাল মঙ্গলবার বিকেলে দৌলতপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী এ সভার সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়েজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন আবুল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম প্রমুখ।
সভা শেষে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.