রামপ্রসাদ সরকার দীপু. স্টাফ রিপোর্টার. | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন,বিএনপি দেশের মানুষের কখনো ভালো চায় না। বিএনপি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করে । তারা অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারে,গাড়ি ভাঙচুর চালায়।
মঙ্গলবার বিকেলে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত “বঙ্গবন্ধুর সোনার বাংলায় বাঙালির স্বপ্ন সারথি শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরেফিন সিদ্দিক আরও বলেন, বিএনপি পুনরায় ধ্বংসাত্মক রাজনীতি চালাচ্ছে তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। বঙ্গবন্ধুর কন্যাকে পুনরায় ক্ষমতায় বসাতে দ্বাদশ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড.আ. আ. ম. স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ব ম ফারুক, সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অধ্যক্ষ মোঃ আবদুর রউফ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শচীন্দ্রনাথ মিত্র প্রমুখ । জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম পিপি বলেন, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা অবরোধের নামে সারা দেশে জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে। আগামী নির্বাচনে যারা জনগনের পাশে থাকেন তাদেরকে নমিনেশন দেওয়ার আহবান জানান। তবে আওয়ামী লীগ যাকে নমিনেশন দিবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবো। তিনি আরো বলেন বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌছে গেছে আগামী নির্বাচনে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ৮:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩
Desh24.news | Azad