শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশিত হওয়ার পর রাস্তা সংস্কার করে দিলেন সালথার ইউএনও

আজিজুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি   |   শনিবার, ১৭ জুন ২০২৩ | প্রিন্ট  

সংবাদ প্রকাশিত হওয়ার পর রাস্তা সংস্কার করে দিলেন সালথার ইউএনও

 

 


ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে রাস্তা ধসে এলাকাবাসীর সম্পূর্ণ চলাচলের অনুপযোগী  রাস্তাটি সংস্কারের  উদ্যোগ নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন।

 

গত  ১০জুন কয়েকটি  জাতীয় দৈনিক পত্রিকায়  ও  অনলাইন মিডিয়ায়  রাস্তা ধসে দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে এই শিরোনামে সংবাদ ও ভিডিও প্রতিবেদন প্রকাশিত হলে সাড়া পড়ে।

 

এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে রাস্তাটি পরিদর্শন করেন এবং খোঁজ নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীন। পরে রাস্তাটি সংস্কারের জন্য আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল হাসান খান সোহাগকে দায়িত্ব দেন।

 

বিভাগদী মাটিদাহ নদীর পাশ দিয়ে যাওয়া সড়কটির ১০০ গজ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকি ৫শত মিটার রাস্তায় বর্ষাকালে  একহাঁটু কাদা থাকে। প্রতিদিন নানা কাজে সারাদিনে চার-পাঁচবার জেলা ও উপজেলা শহরে ১০০ গজ সড়ক ধস ও ৫শত মিটার রাস্তায় ভয়াবহ কাদা মাড়িয়ে চলতে হয় কয়েক গ্রামের  প্রায় ২ হাজার মানুষকে।

 

বিকল্প কোনো সড়ক ব্যবস্থা না থাকায় দুই উপজেলার কয়েকটি গ্রামের ২ হাজার মানুষ নিরুপায় হয়ে এই পথ দিয়ে জেলা ও উপজেলা শহরে যাতায়াত করতে হয়। এ পর্যন্ত সড়কটি সংস্কার বা পাকাকরণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এই সড়ক দিয়ে প্রতিদিন সালথা উপজেলার পশ্চিম বিভাগদী ও পাশ্বর্বতী বোয়ালমারী উপজেলার নতুবদিয়াসহ বেশ কয়েকটি  গ্রামের মানুষ যাতায়াত করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীন বলেন,

সরকারের প্রতিনিধি হিসেবে জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনগণের চাহিদার নিরিখে কাজ করে থাকেন। পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ও জেলাপ্রশাসক স্যারের দিকনির্দেশনায় আমরা জনগণের ভোগান্তি দূর করার চেষ্টা করেছি। সংবাদকর্মীদের ধন্যবাদ জানায় এমন তথ্য উপস্থাপনের জন্য আর আটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেও ধন্যবাদ জানায় দ্রুততম সময়ে কাজটি সম্পন্ন করার ব্যবস্থা করায়। এভাবে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করলে কোন অঞ্চল পিছিয়ে থাকবে না। এ ধরনের জনকল্যানমূলক কাজ অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com