আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | রবিবার, ২৮ মে ২০২৩ | প্রিন্ট
দেশী প্রজাতির মাছ রক্ষা ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে পুরাতন ধলেশ্বরী নদীতে অভয়াশ্রম তৈরি করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে সদর ইউনিয়নে এই অভয়াশ্রম ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের যৌথ বাস্তবায়নে এই অভয়াশ্রম তৈরী করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল প্রমূখ।
ইউএনও হামিদুর রহমান বলেন, মৎস্য বিভাগের সহযোগীতায় ১ হেক্টর এলাকা নিয়ে মাছের অভয়াশ্রমটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সুরক্ষিত থাকবে।
Posted ৮:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ মে ২০২৩
Desh24.news | Azad
.
.