আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | বুধবার, ২৪ মে ২০২৩ | প্রিন্ট
গ্রামের নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দিতে ঘিওরে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক কার্যক্রম। সচেতনতামূলক এই কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এতে কিশোরী ও নারীরা উঠোন বৈঠকেই পাচ্ছেন স্বাস্থ্য পরামর্শ, সেবা ও সহায়ক উপকরণ।
বুধবার উপজেলার ঘিওর সদর ইউনিয়নে দিনব্যাপী স্বাস্থ্য বৈঠক কার্যক্রমে শতাধিক দম্পত্তি ও কিশোরীদের স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও এই ইউনিয়নে আরো চারটি উঠান বৈঠকে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে। এসব বৈঠকে একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও চারজন পরিবার কল্যাণ সহকারী নারীদের বিভিন্ন পরামর্শ ও স্বাস্থ্য উপকরন দিচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক বখতিয়ার মাহমুদ, পরিবার কল্যান সহকারী মমতাজ আক্তার।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা মাঠপর্যায়ের নারী ও কিশোরীদের সচেতন করার কাজ করছেন। প্রতিটি উঠান বৈঠকে অন্তত এক শ পরিবারকে স্বাস্থ্যসেবা বিষয়ে পরামর্শ ও স্বাস্থ্য সহায়তা উপকরন দেয়া হচ্ছে।
Posted ৬:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩
Desh24.news | Azad
.