সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি | রবিবার, ২৬ মার্চ ২০২৩ | প্রিন্ট
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গম মাড়াই করা কম্বাইন হারভেস্টারের ধাক্কায় আবেদা খাতুন (৬২) বৃদ্ধা নিহত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবেদা খাতুন ওই গ্রামের মৃত আকাল উদ্দীনের স্ত্রী।
স্থানীয় ও পরিবারের লোকেরা জানায়, কম্বাইন হারভেস্টার দিয়ে গম মাড়াই করছিল। এসময় বৃদ্ধা মহিলা গাড়িটির পিছনে পিছনে গমের খরকুটো টানছিল। এর এক পর্যায়ে গম মাড়াই এ ব্যবহৃত কম্বাইন হারভেস্টার গাড়িটি যখন পেছনে ব্যাগ দেয় তখন মহিলাটিকে দেখতে না পেয়ে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধা ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে এবং স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যায়।
কম্বাইন হারভেস্টার চালক রুবেল বলেন, যে মাঠে গম কাটতেছিলাম সেখানে প্রায় অর্ধশতাধিক মানুষ ছিল। সকলকে বার বার সতর্ক করি। কারণ কম্বাইন হারভেস্টার চালানোর সময় পিছনে কিছু দেখা যায় না। কিন্তু তারপরও আমার কথা শুনেনি। কখন যে পিছনে আসে বৃদ্ধা মহিলা তা ঠিক দেখিনি।
চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি জানান, যতটুকু জেনেছি এই দূর্ঘটনায় চালকের কোন দোষ নেই। আর পরিবারের সাথে কথা বলেছি। তাদের কোন অভিযোগ না থাকায় থানা পুলিশের সাথে কথা বলে পারিবারিক ভাবে দাফনের অনুমতি দেওয়া হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বৃদ্ধার মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
Posted ৩:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.