আজিজুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি | সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট
“সোনালী আশেঁর সোনার দেশ মুজিব বর্ষে বাংলাদেশ”ফরিদপুরের সালথায় পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক এর আওতায় তালিকাভুক্ত পাটচাষিদের মাঝে বিনামূল্যে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় মোট ৫শত জন পাট চাষিদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত পরিষদের ইউপি সদস্য সৈয়দ আলী, ইদ্রিস আলী, উদ্যোক্তা বাচ্চু মিয়া প্রমুখ।
Posted ৬:০৭ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.