মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মা সমাবেশ ও ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ই মার্চ) সন্ধা ৬টায় উপজেলার খয়েরবাড়ী ফুটবল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এনামুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
স্বাগত বক্তব্য রাখেন খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জরায় চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।
আলোচনা শেষে খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও খয়েরবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যন্য অতিথিদ্বয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
Posted ৭:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
Desh24.news | Azad