আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যে মানিকগঞ্জের ঘিওরে মাদক বিরোধী
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী ও যুবদের মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে গতকাল মঙ্গলবার উপজেলার সিংজুরী উচ্চ বিদ্যালয়ে এ সভায় প্রধান আলোচক ছিলেন, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু।
এসময় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান, বারসিক আঞ্চলিক সমন্বয়ক বিমল রায়, বিল্ড এ বিউটিফুল সোসাইটির সভাপতি মো: মাহবুব আলম, ঘিওর থানার এস আই মো: আল- মামুন, মো: আশাদুর রহমান, বারসিক কর্মকর্তা সুবীর সরকার, ইউপি সদস্য ইউসুফ আলী, শিক্ষক জাহাঙ্গীর আলম, সেলিম মিয়া, মাদক বিরোধী সংগঠন ওপেন ফ্রেন্ড ক্লাবের সভাপতি মিজানুর রহমান, ইয়াসিন আরাফাত লিখন।
প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো: আসাদুর রহমান মিঠু বলেন, মাদক মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ। অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। তাই মাদক থেকে নিজে বাচুঁন অন্যকে বাচঁতে উৎসাহী করন।
অনুষ্ঠানের প্রধান আলোচক ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, স্কুল পর্যায় থেকে মাদককে না বলা শিখতে হবে। আশেপাশে কেউ মাদক ব্যবসার কথা শুনলে বাড়ির অভিভাবক ও স্কুলের শিক্ষকদের জানাতে হবে। সেই সাথে শিক্ষকদের অনুরোধ করেন যাতে তাদের স্কুলের কোন শিক্ষার্থীর বাল্যে বিবাহ না হয়, সে দিকে অভিবাবকদের সাথে যোগাযোগ রাখতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে।
Posted ৬:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.