আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | বুধবার, ০৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
বিশ্ব নারী দিবসে মানিকগঞ্জের ঘিওরে ১০০ জন নারী উদ্যোক্তাদের মাঝে ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা প্রশাসনের সভাকক্ষে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে ১০০ জন নারী উদ্যোক্তাদের মাঝে ১২ লাখ টাকার চেক বিতরন করা হয়। আইজিএ প্রকল্পের ১৬ ও ১৭ তম ব্যাচের প্রশিক্ষণের ভাতা বাবদ প্রতিজনকে ১২ হাজার টাকা করে দেয়া হয়। এর আগে সকাল এগারোটার দিকে উপজেলা চত্বর থেকে নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মোহছেন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুর রহমান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ও সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম।
Posted ৪:১৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.