আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জ ঘিওরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, অজয় কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ,
যুবলীগের সভাপতি বাবুল বেপারী প্রমুখ।
Posted ৫:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩
Desh24.news | Azad