মোঃ শফি আলম,মানিকগঞ্জ প্রতিনিধি | সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট
“পাট শিল্পের অবদান’স্মার্ট বাংলাদেশ বিনির্মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভার মেয়র মো.রমজান আলী, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো.রিপন, পরিদর্শক পাট সামন্তী পাল ও পাট গবেশনা বৈজ্ঞানিক রনজীত কুমার ঘোষসহ পাট চাষী, ব্যবসায়ী ও কল কারখানা মালিকরা উপস্থিত ছিলেন।
Posted ৬:০০ অপরাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.