শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কলাপাড়ায় দোকানসহ বসতঘর উচ্ছেদ না করার দাবি

এসএম আলমগীর হোসেন পটুয়াখালী প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | প্রিন্ট  

কলাপাড়ায় দোকানসহ বসতঘর উচ্ছেদ না করার দাবি

 

পটুয়াখালীর কলাপাড়ায় কোন নোটিস ছাড়াই ১৫টি দোকানসহ ২০ বসতঘর  উচ্ছেদ করার আতঙ্কে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন ইটবাড়িয়া এলাকায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করে।


 

এ সময় বক্তব্য দেন টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ভুক্তভোগী আনোয়ার হাওলাদার, জায়েদা বেগম, প্রতিবন্ধী দোকানি নান্নু।

 

বক্তারা বলেন, শেখ নজরুল ইসলাম সেতু সংলগ্ন ইটবাড়িয়া এলাকায় প্রায় ১৫-১৬টি পরিবার বসবাস করে আসছেন। পাশাপাশি বেড়িবাঁধের স্লোপে দোকান ঘর করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু কোন নোটিস ছাড়া কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ মৌখিকভাবে উচ্ছেদ করার জন্য বলেছেন বলে দরিদ্র এসব পরিবারের দাবি।

 

দোকানি আনোয়ার হোসেন জানান, প্রায় সময় লোক নিয়ে এসে আমাদের দোকান উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে, এতে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।

 

ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা বলেন, এই অসহায় পরিবারগুলোকে যেন উচ্ছেদ করা না হয়। এদের আগে পুনর্বাসন করা হোক।

 

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। জেনে দেখতে হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি জেনে দেখতে হবে।

Facebook Comments Box

Posted ৬:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com