ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
এস এম আলমগীর হোসেন, পটুয়াখালী: দ্রবমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল বের হয়ে কলাপাড়া প্রেসক্লাবের সামনে শেষ হয়। পর এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ আনোয়ার হোসেন সিকদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ শাকিরুল ইসলাম, যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি আবু ইউসুফ আশ্রাফি।
বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে মানুষ নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। বিশেষ করে শিক্ষার সবস্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা না থাকায় তরুণ প্রজন্ম বেপরোয়া হয়ে উঠছে। এমন অনৈতিক কার্যকলাপ থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষার সবস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
Posted ৬:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.