রামপ্রসাদ সরকার দিপু স্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে অমর ২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ২১টা ০১মিনিটে ঘিওর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ঘিওর প্রেসক্লাব, ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।
পরে সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ্থমি) মোঃ মোহছেন উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কে এম সিদ্দিক আলী, ডাঃ পার্বতী পাল, উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আতোয়ার রহমান, সাবেক দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা, আব্দুল আলীম লেবু, ঘিওর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদার, ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহাম্মদ আলী, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।
Posted ৯:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.