আজিজুর রহমান, ফরিদপুর প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
বিএনপির পূর্বঘোষিত, সারাদেশের সাথে একযোগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচনসহ, ১০ দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের সালথায় পুলিশের বাধার মধ্যেই উপজেলা বিএনপি ও ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করে। সোমবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার ভাওয়াল বাজার সড়কে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।
সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দির মুক্তির দাবি ও ১০ দফা আদায়ের লক্ষ্যে দলীয় জোটের গণঅবস্থান কর্মসূচি শেষ হয়।
তারা বলেন, বর্তমান সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমেই এই সরকারের বিদায় হবে ইনশাআল্লাহ। অবস্থান কর্মসূচি থেকে আগামী ১৬ জানুয়ারি জেলা উপজেলায় বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা মনির মোল্লা, আবু সুফিয়ান সুফি, যুবদল নেতা শাহিন, জহুর, কৃষকদল নেতা ইলিয়াস, জাহিদ, ফারুক, স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম, শুকুর, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ও যুগ্ম-আহবায়ক জিহাদুল,ছাত্রদল নেতা ইফতি, সজিব সহ শতাধিক নেতাকর্মী।
Posted ১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩
Desh24.news | Azad
.
.