ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২ | প্রিন্ট
মিন্টু মোল্লা,দৌলতপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগনের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দৌলতপুর সরকারি পিএস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এ সময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসান,জেলা নির্বাচন অফিসার শেখ হাবিবুর রহমান,অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন,উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ ও দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদে ২০০৭ সালের ১ জানুয়ারী বা তার পূর্বে যাদের জন্ম অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারী পর্যন্ত যে সব ব্যক্তির বয়স ১৮ বছর পূর্ণ হবে বা বেশি হবে অথচ ভোটার তালিকা হালনাগাদের বিগত কার্যক্রমে বাদ পড়েছেন তাদের সব তথ্য সংগ্রহ করা হবে।
এ উপজেলায় তথ্যসংগ্রহকারীগন আগামী ৩ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২
Desh24.news | Azad