ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি | সোমবার, ০৮ আগস্ট ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ । তিনি বলেন , ‘ সমাজ ও দেশকে আরও গতিশীল করতে মূল চালিকাশক্তি তরুণেরাই । তবে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক । তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই । ‘
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
ভিপি শামীম ও রামপ্রসাদ সরকার দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন-ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামীম মিয়া, ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।
Posted ৮:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৮ আগস্ট ২০২২
Desh24.news | Azad
.
.