ডেস্ক রিপোর্ট | বুধবার, ২০ জুলাই ২০২২ | প্রিন্ট
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলাতে ভ্থমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারের মধ্যে জমি ও গৃহহস্তন্তর কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেসবিফ্রিয়ের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতীবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে ভ্থমিহীনদের বিনামূল্যে উপহারের এই ঘর তাদের হাতে তুলে দিবেন। ঘিওর উপজেলার ৩০টি অসহায়, দরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর উপহাররের ঘর পাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইকরামূল ইসলাম খবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সম্পাদক মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক, সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম , ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ প্রমুখ। প্রেসবিফ্রিংয়ে ঘিওর প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Posted ৩:৩১ অপরাহ্ণ | বুধবার, ২০ জুলাই ২০২২
Desh24.news | Azad
.
.