ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১০ মে ২০২২ | প্রিন্ট
মিন্টু মোল্লা,দৌলতপুর প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জিয়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জিয়নপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন এর সঞ্চালনার
প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক ও জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুস ছালাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. তায়েবুর রহমান টিপু, আমিরুল ইসলাম মট্টু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আবুল কাশেম, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেববলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজিজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলগের সদস্য ফরিদ আহম্মেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোশারফ হোসেন, শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মহিদুর রহমান মুক্তা,কৃষক লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির শাওন,যুগ্ম আহবায়ক আনিসুর রহমান টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দীন, সাধারন সম্পাদক আতোয়ার রহমান,কলেজ ছাত্র লীগের সভাপতি শেখ হাসান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শাওন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগনেতাকর্মীরা।
মানিকগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেন- বিগত তিন বছরে দৌলতপুর উপজেলায় স্কুল, কলেজের ভবন নির্মাণ, স্বাস্থ্য বিভাগের ভবন নির্মাণ, পাকা রাস্তাঘাট, ব্রিজ, কালভাট, যমুনা নদী ভাঙ্গন রোধে নদী শাসন, ড্রেজিংসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই সাথে মুজিব বর্ষ উপলক্ষে যারা দু:স্থ্য গরিব জমি-জমা কিছুই নেই পাকা ঘর দিয়েছে।নৌকার বিজয় হলে দেশে আরো বেশী বেশী উন্নয়ন হবে। এ সময় সম্মেলন কমিটিকে এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।
পরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ গোলাম মহীউদ্দীন জিয়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জিয়নপুর ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন কে সভাপতি এবং বি.কে.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে .এম ফজলুল হককে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করেন।
Posted ৯:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০২২
Desh24.news | Azad
.
.