ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি | শনিবার, ২৬ মার্চ ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, ঘিওর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। জাতীয় পতাকা উত্তোলনের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাররীক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে।
দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারের সংবর্ধনা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব, কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল আজীজ, ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু ভাইস চেয়ারম্যন মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীম ও ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।
শেষে ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার ভিপি শামীম ও লাবলী ইয়াসমিন।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২৬ মার্চ ২০২২
Desh24.news | Azad
.
.