ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওরে কৃষি ও প্রাণ বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী নতুন বাজারে প্রাকৃতিক কৃষি কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী কৃষি প্রাণ বৈচিত্র্য মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিষমুক্ত নিরাপদ শাক সবজি উৎপাদন ও সচেতনতা বাড়াতে কাজের অঙ্গিকার করেছে গ্রামের শতাধিক শিশু কিশোররা ।
অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে পরিবেশ আইনজীবী সমিতি বেলা ও গ্লোবাল গ্রীনগ্রান্ড ফান্ড।
মেলায় বৈচিত্র্যময় বীজ, কৃষি কাজের ব্যবহৃত যন্ত্রপাতি, অচাষকৃত শাকসবজি ও ফলের ১১ টি ষ্টলে প্রদর্শন করা হয়। সেখানে ৭০ ধরনের কুড়িয়ে পাওয়া অচাষকৃত উদ্ভিদ ও শাক সবজী উপস্থাপন করেন এলাকার কৃষক-কৃষাণীরা।
নবীন-প্রবীণ, কৃষক-কৃষাণী ও বিভিন্ন পেশাজীবির অংশগ্রহনে বাংলার বিলুপ্তপ্রায় ও অচাষকৃত উদ্ভিদ ও শাক সবজী উপস্থাপনকারীদের মধ্যে প্রতিযোগী অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
মেলায় দেড় শতাধিক নিরাপদ শাক সবজি ও ফল প্রদর্শন করা হয়। স্থানীয় শিশু কিশোরদের ১০ দল নিরাপদ শাক সবজি ও ফলের গুনাগুণ তুলে ধরে। মেলায় কৃষক কৃষাণীরা তাদের উৎপাদিত রাসায়নিক সার ও বিষ মুক্ত নিরাপদ ফসল নিয়ে আসে । মেলা শেষে ফসল সংগ্রহ গুণ বর্ণনার উপর ভিত্তি করে শিশুকিশোদের পুরস্কার দেওয়া হয় ।
প্রাকৃতিক কৃষির সমন্বয়ক দেলোয়ার জাহানের সভাপতিত্বে নুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় শিক্ষক মতিন দেওয়ান, ইউপি সদস্য কামাল হোসেন, ব্যবসায়ী আল-আমিন, রফিকুল ইসলাম, কৃষক কালাচান, দুলাল মিঞা প্রমুখ। অনুষ্ঠান উপভোগ করেন শত শত মানুষ।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২
Desh24.news | Azad