শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সালথায় পরীক্ষামূলক পাটবীজ চাষে সফলতা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২ | প্রিন্ট  

সালথায় পরীক্ষামূলক পাটবীজ চাষে সফলতা

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় পরীক্ষামূলক নাবী পাটবীজ চাষে সফলতা অর্জন করেছে কৃষকেরা। সরেজমিনে গিয়ে দেখা যায় সালথা উপজেলার বিভিন্ন স্থানে নাবী পাট বীজ ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছে অনেক কৃষক।


বিদেশি পাট বীজ কিনে প্রতারিত না হয়ে স্থানীয় কৃষকদের উৎপাদিত দেশীয় বিজেআরআই ৮(রবি ১) বীজের মাধ্যমে পাট আবাদ করার পরামর্শ দিচ্ছেন পাট অধিদপ্তরের মাঠ পযার্য়ের কর্মকর্তাগন।

২০১৬ সাল থেকে দেশী বীজ দিয়ে পাট চাষ করে কৃষক লাভবান হবার পর দেশী বীজের সংরক্ষণ, উৎপাদন ও বিতরণের ওপর জোর দিয়েছে পাট অধিদপ্তর । বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন সম্প্রসারিত হলে পাটবীজে আমদানি নির্ভরতা শূন্যের কোঠায় নেমে আসবে বলে মত কৃষিবিদদের।

এরই ধারাবাহিকতায়, “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প ফরিদপুর জেলার সালথা উপজেলায় নাবী পাট বীজ প্রকল্প না থাকায় অত্র উপজেলায় উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বারী পাশ্ববর্তী ২টি উপজেলার সহযোগিতায় পরীক্ষা মুলক ভাবে ১০ একর জমিতে ৫০ জন চাষীর মাঝে নাবী পাট বীজ করেন।

শুধু পাটবীজ দিয়েই চুপ থাকেন নাই। খোঁজ-খবর রেখেছেন নিয়মিত। দিয়েছেন সার কীটনাশক, প্রয়োজনীয় কৃষি উপকরণ ও প্রয়োজনীয় পরামর্শ। এরই ফসল হিসাবে কৃষক হাসি মুখে ঘরে তুলছে কালো রংয়ের নাবী পাটের  বীজ। যা ইতিপূর্বে সালথায় তেমন লক্ষ্য করা যায়নি।

সালথা উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বারী বলেন, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প ফরিদপুর জেলার সালথা উপজেলায় নাবী পাট বীজ প্রকল্প না থাকায় আমি পরীক্ষমূলক ভাবে পাট চাষ করার উদ্যোগ গ্রহণ করি। এবার ফলন ভালো হয়েছে। তাই পাট অধিদপ্তরের কাছে আবেদন করা হয়েছে যাতে আগামী বছর এ উপজেলায় নাবী পাট বীজ করার জন্য বাজেট দেন।

Facebook Comments Box

Posted ৭:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com