ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
রামপ্রসাদ সরকার দিপু,স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী, তেরশ্রী ও হিজুলিয়া গ্রামে সিআইডি মৎস্য চাষি সমবায় সমিতি লিঃ এর সদস্যদের মাঝে পিক-আপ ভ্যান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান (হাবিব)।
এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান, ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগাম এর সহকারী পরিচালক মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহমেদ শামীম, মহীলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, পয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ,বড়টিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল আলম রওশন, সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু প্রমুখ।
উল্লেখ্য, ঘিওর মৎস অফিসের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগাম ফেজ-I (NATP-2) প্রকল্পের উপ-প্রকল্প এআইএফ-২ (AIF-2) এর আওতায় এই পিক-আপ ভ্যান বিতরণ করা হয়। তিনটি পিক-আপে মোট ১১ লক্ষ ৬১ হাজার টাকা সরকারি ভাবে সহযোগীতা করা হয়েছে বলে সূত্র জানায়।
Posted ৭:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
Desh24.news | Azad
.
.