ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নানা কর্মসুচীর মধ্যদিয়ে মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রথমপ্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে¢ মুক্তিযুদ্ধে শহীদ বীরযোদ্ধাদের প্রতি এবং বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তেলন ও কুচকাওয়াজ এবং খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার আব্দুল জাব্বারের সভাপতিত্বে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা কাওসার আলী, আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা হায়দার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, এসিল্যান্ড আফরোজ শাহীন খসরু, দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Posted ৩:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.