ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
মনজু হোসেন, প্রতিনিধি পঞ্চগড়:
পঞ্চগড় সদর উপজেলায় পঞ্চগড়-তেতুঁলিয়া সওজ রাস্তার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে জিয়াবাড়ি হাট ভায়া সন্নাসিপাড়া পর্যন্ত রাস্তা ও পঞ্চগড় ইউপি হতে জগদল জিসি রোড ভায়া কাজিপাড়া হাট রাস্তার নিমার্ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-তেতুঁলিয়া সওজ রাস্তার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে জিয়াবাড়ি হাট ভায়া সন্নাসিপাড়া পর্যন্ত রাস্তা ও পঞ্চগড় ইউপি হতে জগদল জিসি রোড ভায়া কাজিপাড়া হাট রাস্তার নিমার্ন কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),পঞ্চগড় এর বাস্তবায়নে ওই রাস্তার নিমার্ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
উদ্বোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময়, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন,সহকারি প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মো: জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রধানসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),পঞ্চগড় সুত্রে জানা যায় অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর পঞ্চগড়-তেতুঁলিয়া সওজ রাস্তার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে জিয়াবাড়ি হাট ভায়া সন্নাসিপাড়া পর্যন্ত রাস্তা ৭শত ৫০ মিটার নিমার্ন কাজের ব্যায় ৫৩ লক্ষ ৬৬ হাজার টাকা এবং রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর পঞ্চগড় ইউপি হতে জগদল জিসি রোড ভায়া কাজিপাড়া হাট পর্যন্ত রাস্তা ০০-থেকে ১০০০ মিটার নিমার্ন কাজের ব্যায় ৭২ লক্ষ ৭৭ হাজার টাকা।
Posted ৮:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.