ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৮ নভেম্বর ২০২১ | প্রিন্ট
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে ভোটের আগের দিন রাতে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী ফিরোজা খাতুন (৬০) মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দৌলতপুর হাসপাতালে মহিলা ইউপি সদস্য প্রার্থী ফিরোজা খাতুন মারা যান। মৃত ফিরোজা খাতুন গোপিনাথপুর গ্রামের তুফান আলীর স্ত্রী সে দৌলতপুর উপজেলার সদর ১০ নং দৌলতপুর ইউনিয়নের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা অসনের মেম্বর পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন। ফিরোজা খাতুনের মৃত্যুতে সাধারন ভোটারদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ফিরোজা খাতুনের পরিবার সূত্রে জানাগেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের মেম্বর প্রার্থী ফিরোজা খাতুন তার বক মার্কা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। সেসময় তাকে দ্রæত দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা খাতুন মারা যান। রোববার সকালে তার দাফন হওয়ার কথা রয়েছে বলে জানান স্বজন’রা।
Posted ১২:০০ অপরাহ্ণ | রবিবার, ২৮ নভেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.