ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ঘিওর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও গণিত ক্লাস নিয়েছেন।
সোমবার দুপুরে আধা ঘণ্টা করে দুটি ক্লাস নেন তিনি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য দেন।
শিক্ষার্থী নূর মোহাম্মদ সানি বলে, ‘ডিসি স্যার আমাদের ক্লাস নেবেন, কখনো কল্পনাও করেনি। স্যার অনেক সুন্দর ও সহজতরভাবে আমাদের গণিত বুঝিয়ে দিয়েছেন।
আরেক শিক্ষার্থী আজিজা ফারহীন বর্ণ বলে, ‘ডিসি স্যার যখন ক্লাসে ঢোকেন তখন বুঝতেই পারেনি উনি মানিকগঞ্জের জেলা প্রশাসক। আর যখন ক্লাস নিতে শুরু করলেন, আমরা ভেবেছিলাম আমাদের নতুন শিক্ষক। স্যার সুন্দর ভাবে আমাদের বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের বিভিন্ন বিষয় বুঝিয়ে দেন।
এই সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা পারভিন, ঘিওর সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, স্কুলের প্রধান শিক্ষিকা শেলীনা আক্তার, সহকারী শিক্ষক শাহনাজ বেগম, মোঃ মামুন হোসেন, ঘিওর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শফি আলম প্রমুখ।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে হবে। এছাড়াও পাঠ্য পুস্তকের বাইরে ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করতে হবে শিক্ষার্থীদের। এ সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেওয়ার পরামর্শ দেন।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২৫ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.