ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পৃুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে সামাজিক সংগঠন “ধ্রুবতারা”র উদ্যোগে ঈশ্বরদীতে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
‘রক্ত দান তুচ্ছ নয়, বাঁচাতে পারে একটি প্রাণ’ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা মৎসজীবীলীগের সহ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তৌফিকুজ্জামান রতন মহলদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আপনার আমার একব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন। তাই প্রয়োজনের মুহুর্তে এ মহতি কাজে সবাইকে এগিয়ে আসা উচিত।
সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জিসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হিমেল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না, সাবেক ইউপি সদস্য আমানুর রহমান আমান, সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগেরর যুব ও ক্রীড়া সম্পাদক মুরাদ হোসেন বাবু, আওয়ামীলীগ নেতা বাদশা প্রাং, ইবাদ আলী প্রমুখ।
স্থানীয় এলাকাবাসী সহ স্কুলের কয়েক’শ শিক্ষার্থী দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপ ক্যাম্পিং এ বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহন করেন।।
Posted ৫:১১ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.