ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের ঘিওরে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সেকেন্ড সেক্রেটারি প্রেস দেবব্রত পাল। বুধবার বিকালে তাকে স্বাগত জানান উপজেলা পূজা উদযাপন পরিষদ। এসময় তিনি ঘিওর উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে ফুল দিয়ে বরণ করে নেন মন্দিরের পুজারীরা। এরপর দূর্গা প্রতিমা পরিদর্শন পূর্বক মহাঅষ্টমী পুজার প্রার্থনায় অংশগ্রহণ করেন তিনি। এরপর সন্ধ্যা পর্যন্ত ঘিওর সদরের শতদল পূজামন্ডপ, ঘিওর কচিকাচা সংঘ , ভূষিমাল পট্টি দূর্গামন্দির, লোকনাথ মন্দির , ঘিওর কেন্দ্রিয় কালীবাড়ি নাট মন্দির, বানিয়াজুরী মালাকার বাড়ি পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে ঘিওরবাসীকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। পরিদর্শনকালে ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষী চ্যাটার্জী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন কুমার আইস, ঘিওর প্রেসক্লাব সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, দেবাশিস আশ্চার্য, গবিন্দ শীল, অমূল্য মালাকার প্রমূখ উপস্থিত ছিলেন।
Posted ৭:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.