মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে মিলেছে ৩৪জন অনশনকারী ভাতাভুগির টাকার সন্ধান”

দৌলতপুরে ভাতাভুগী ৩৪ জনকে নিয়ে চলেছে রাজনীতি!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি   |   মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

দৌলতপুরে ভাতাভুগী ৩৪ জনকে নিয়ে চলেছে রাজনীতি!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সমাজসেবা অফিসে হারিয়ে যাওয়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের ভাতার টাকার সন্ধান মিলেছে অবশেষে।

অভিযোগ এসেছিল ৩৪ জনের ভাতার টাকা কোথায় গেলো? কে পেলো তাদের টাকা? সব মিলিয়ে টাকা না পাওয়া ভাতাভুগীদের অবস্থান ছিলো চোখে পড়ার মতো। এক পর্যায়ে ঐ ৩৪ জন ভাতাভুগী আন্দোলন ও অনশনে শুরু করেন এবং সেই আন্দোলন রুপ নেই বৃহত আন্দোলনে। এমন অবস্থায় ভাতাভুগীদের টাকার সন্ধান দিতে উপজেলা সমাজসেবা কর্মরতা আতাউর রহমান সহ অফিস কর্মচারীরা নেয় কয়েক দফা সময়। পরিদর্শনে আসে কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা পারভীন। মাস খানেক আগে ৩৪ জন ভাতাভোগীকে নিয়ে উপজেলা সমাসেবা কার্যালয়ে অনশনের  নেতৃত্ব দেন জনৈক্য ব্যাক্তিরা, তাদের দাবি এরা কেউ ভাতার টাকা পাইনি তাদের টাকা এখনি দিতে হবে। পরে উর্দ্ধতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানকল্পে ১৫ দিনের সময় নেন।


উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানাযায়, ৩৪জন ভাতাভুগীর মধ্যে নিশা নামের ব্যাক্তির টাকা তার ভাই লালনের মোবাইল থেকে দু’বারের টাকা উত্তোলন করা হলেও জানতে পারেনি ভাতাভুগী নিশা। ভাতাভুগী গঞ্জেরা খাতুন এর ভাতার টাকা তার নাতি মাহ্ফুজ দু’বারের টাকা আল্লারদর্গা বাজারে নগদের একটি এজেন্ট থেকে তুলে নিয়েছে সেটাও জানতে পারেননি ভাতাভুগী নিজে। একই ভাবে ভাতাভুগী আ: সাত্তার আলী এর ভাতার টাকা তার ছেলে সেন্টু তুলে নিয়ছে। এমনি করে ৩৪ জনের তথ্য-উপাত্ত সংগ্রহ করে পর্যালোচনা করে দেখা যায় ৩৪ জনের মধ্যে ৪ জনের টাকা বাউন্স ব্যাক হয়েছে। বাউন্স ব্যাক হওয়া টাকা ইতিমধ্যেই ভাতা হিসেবে যোগ হযেছে। ২৫ জনের টাকা কারো ছেলে, কারো মেয়ে, কারো ছেলের বউ, কারো জামাই, কারো প্রতিবেশি, কারো পাশের বাড়ীর লোক, কারো নিকট আত্মীয় এর মোবাইল ব্যাংকিং নগদে ভাতার টাকা ঢুকেছে। কেবলমাত্র ৫ জনের টাকা অন্য জেলার ব্যাক্তিদের মোবাইল নাম্বারে ঢুকেছে। তাদের মধ্যে ২ জনের টাকা ফেরত দিয়েছে, বাকিগুলো ফেরতের প্রচেষ্টে অব্যাহত রয়েছে বলে জানায় উপজেলা সমাজসেবা অফিস কর্তৃপক্ষ।

মাননীয় সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন এর নেতৃত্বে উপজেলার ৩২০০০ হাজার ভাতাভোগীদের ভাতার টাকা সরাসরি মোবাইলের মাধ্যমে পৌছে দেওয়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা সামাজসেবা অফিস, কিন্তু মাননীয় সংসদ সদস্য, উপজেলার চেয়ারম্যান এর ভুমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং সমাজসেবা অফিসের শুনাম নষ্ট করার জন্য কতিপয় ব্যাক্তি মিথ্যাচার ও অপ-প্রচার চালাচ্ছে।

এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান জানান, সমাসসেবা কার্য্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া ভালোবাসার উপহার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধির ভাতার টাকা সরাসরি নিজের মোবাইলে পাই এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে রাতদিন আমরা কঠোর পরিশ্রম  করে যাচ্ছি। তিনি আরোও বলেন, সরকারের এহেন মহত উদ্মোগকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে তারা কখনই সফল হতে পারবেনা বলে আশা প্রকাশ করেন তিনি।

 

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com