উপজেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ | প্রিন্ট
মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক বিতরণী করা হয়েছে।
দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৩ জন দুঃস্থ মানুষকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকার চেক এবং হিন্দু ধর্মীয় ১২টি মঠ-মন্দিরে ১ লাখ ৬৭ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন মনরঞ্জন শীল গোপাল এমপি।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধীমান চন্দ্র সাহার সঞ্চালনায় আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, জেলা শাখা পূজা উদযাপন পরিষদের অন্যতম সদস্য প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদে যুগ্ম আহবায়ক আনন্দ কুমার গুপ্ত, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, প্লাবন শুভ দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান।
Posted ৫:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.