সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বলিদ্বারা গ্রামে বৈদ্যুতিক স্পর্শ থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার বলিদ্বারা গ্রামের ক্লিনিক পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নিহতরা হলেন ছেলে আব্দুল কাদের (৩৫) ও তার মা আফরোজা বেগম (৫৫)।
নিহত আব্দুল কাদের ওই গ্রামের মনু মিয়ার ছেলে ও আফরোজা বেগম মনু মিয়ার স্ত্রী।
পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, বিকেলে দিকে আব্দুল কাদের ফসলি জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প রুমে যায় এসময় সেচ পাম্প রুমে শর্ট সার্কিট হয়ে সে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়।
অপরদিকে দীর্ঘ সময় ছেলে বাসায় না ফেরায় সন্ধ্যায় তার মা আফরোজা বেগম ছেলেকে খু্ঁজতে সেই জমিতে যায় এসময় ছেলেকে সেচ পাম্প রুমে পড়ে থাকতে দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তিনিও বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে পরেন এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যায়।
আফরোজা বেগমের সাথে থাকা আব্দুল কাদেরের ছেলে শিশু নুর ইসলাম (৫) বাবা ও দাদিকে পড়ে থাকতে দেখে দৌঁড়ে গিয়ে বাসায় পরিবারের অন্যদের খবর দেয়।
পরে স্থানীয় লোকজন মা ও ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং রাণীশংকৈল থানা পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
রাণীশংকৈল থানার (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয় বিদ্যুৎতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে এবিষয়ে কোন মামলা হয়নি বলে নিশ্চিত করেন।
Posted ১০:০২ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.