রাসেদুল ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় ১২ গ্রাম হেরোইন ও ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা পারুল বেগম (৪৫) ও তার ছেলে সহ ওয়ারেন্টের এক আসামি গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা তাহেরপুর পাকুড়িয়া গ্রামের ইসরাফিলের হোসেন শাহ্ বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী পারুল বেগম ও তার ছেলে ইমরান হোসেন শাহ্কে মাদকসহ আটক করেন মোহনপুর থানা পুলিশ,, সেই দিন গ্রেপ্তার হয় ওয়ারেন্টের আসামি বিপুল যার দাযিত্বে ছিলেন এস আই আমানুল্লাহ।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পাকুড়িয়া গ্রামের ইসরাফিলের স্ত্রী পারুল বেগম দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক (হেরোইন ও ইয়াবা) ব্যাবসা করে আসছে। গুপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে পারুল বেগমকে আটক করে থানা হাজতে রাখে। পরে বুধবার সকালে মাদক মামলায় মা, ছেলে,ও ওয়ারেন্টের আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
Posted ১:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.