মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি | বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে গোলচত্বর প্রোয়োজন।জীবনের ঝুঁকি এড়াতে কেশরহাট পৌরসভা বাজারে গোলচত্বর প্রোয়োজন। প্রতিশ্রুতি থাকলেও পুরন হয়নি এখন পয’ন্ত । জনমনে সংসয় আদো হবেকি স্বপনের গোলচত্বর? রাজশাহী নওগাঁ জেলার ব্যস্ততম মহাসড়কের অন্যতম কেশরহাট একটি বাণিজ্যিক এলাকা। এই বাজারঘিরে গড়ে উঠেছে কেশরহাট পৌরসভা।গোলচত্বর না থাকায় অনেক সময় ঘটে দুর্ঘটনা।পারাপার করতে গিয়ে প্রাণ হারিয়েছে কয়েকজন মানুষ। যান বাহনের চাপ সামাল দিতে বেসামাল হয়ে পড়ে ট্রাফিক বিভাগ।বেশি সমস্যা হয় শনিবার ও বুধবার স্থানীয় হাটের দিন।১ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে ঘন্টা খানিক।গোলচত্বর না থাকায় যানজট ভোগান্তি কমছেনা। জরুলি ভাবে গৌল চত্বর করে, সাধারন জনগনের স্বভাবিক জীবন যাএা সচল রাখার প্রোয়োজন। এব্যপারে কেশর হাট পৌর সভার মেয়র শহিদুজ্জামান বলেন, কেশরহাটে গোলচত্বর জরুরী হয়ে পড়েছে। জনগনের প্রানের দাবি গোল চত্বর। গোল চত্বর না হওযাতে সবচেয়ে বেশি আতঙ্কে থাকে বাচ্চাদের স্কুলে পাঠানো অবিভাবকেরা।খুব দ্রুত গোল চত্বর বাস্তবায়ন হোক এটায় এলাকার জনগনের আসা।।
Posted ৭:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.