সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের ২ সদস্য আটক

সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি   |   রবিবার, ২২ আগস্ট ২০২১ | প্রিন্ট  

ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের ২ সদস্য আটক

ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের সক্রিয় ২ সদস্যক গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 


২২ আগস্ট (রবিবার) শহরের হাজীপাড়ায়  পিবিআই এর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বিষয়টি নিশ্চিত করেন।

 

উক্ত প্রতারক চক্রের গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড়ের বােদা উপজেলার নয়নী বুরুজ গ্রামের নির্মল দেবনাথের ছেলে আনন্দ দবনাথ (১৭) ও একই উপজেলার সরিয়াপাড়া গ্রামের অমূল্য চন্দ্র বর্মনের ছেলে দিপু চন্দ্র বর্মন (২৩)।

 

এসময় তাদের নিকট হতে কম্পিউটার সিস্টেম ইউনিট, ডিজিটাল ক্যামেরা, মােবাইল ফােন, সিম কার্ড, কার্ড রিডারসহ বিভিন্ন আইটি সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও পুলিশ ব্যুরাে অব-ইনভেস্টিগেশন (পিবিআই)’র সহকারী পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম জানান, ঠাকুরগাঁও পিবিআই পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় এর দায়িত্বে রয়েছে পঞ্চগড় জেলার বােদা থানার একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যােগাযাগ মাধ্যমে “মেল ফিমেল-টি ইন-বিডি” নামে পেজ খুলে সেখানে মেসেঞ্জারে “কল সার্ভিস” এ ছেলে-মেয়ে নিয়ােগ দেওয়ার নাম করে রেজিষ্ট্রেশন বাবদ প্রতি জনের কাছে থেকে বিকাশের মাধ্যমে ৬১০ টাকা করে গ্রহন করে। এ পর্যন্ত বিভিন্ন মানুষের কাছে থেকে ৫০/৬০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে গ্রহন করেছে বলে স্বীকার করেছে।

 

তিনি আরও বলেন, এছাড়াও ওই পেজে নারী-পুরুষের অশ্লীল বিভিন্ন ছবি ও ভিডিও আপলােড করে যা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ। পরবর্তীতে একজন ভুক্তভােগীর মামলার প্রেক্ষিতে ঠাকুরগাঁও পিবিআই’র এসআই তন্ময় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে বােদা উপজেলার ঝলই বাজার এস.পি কম্পিউটার থেকে ওই ২ জনকে গ্রফতার করা হয়।

মামলাটি তদন্ত করছেন পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি:) জাহাঙ্গীর আলম মন্ডল।

Facebook Comments Box

Posted ৬:২৯ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com