উপজেলা প্রতিনিধি | রবিবার, ১৫ আগস্ট ২০২১ | প্রিন্ট
বিনম্র শ্রদ্ধায় শোক ও ভালোবাসায় সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।
দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকালে পৃথক পৃথক ভাবে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলবাড়ী উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান দিবসটি পালন করেন।
এদিকে সকাল সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়।
এছাড়াও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা, বাদ যোহর মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও সুবিধাজনক সময় মন্দিরে মন্দিরে প্রার্থনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
Posted ৬:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.